ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বসের নতুন সিজন বিগ বস ১৮-র সিজনে সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় বলিউড মেগাস্টার সালমান খান। নতুন সিজনে উপস্থাপকের দায়িত্ব পালন করতে তিনি এবারও নিচ্ছেন আকাশ ছোঁয়া পারিশ্রমিক। তবে এবারও তিনি সমালোচিত হলেন একটি গাধাকে কেন্দ্র করে। বিগবসের প্রথম দিনই তার শুটিংয়ে দেখা গেল একটি গাধাকে। যদিও বিষয়টি খুব নাটকীয়ভাবে সামনে আনা হয়েছিল।
প্রথম দিনই বিগবসের ঘরে প্রবেশ করে একটি গাধা। এ বার নাকি অন্য অংশগ্রহণকারীদের মতো সেও একজন সদস্য। বিগবসের ১৯ তম সদস্য এই গাধা। গাধাটির থাকার জন্য একটি নির্দিষ্ট জায়গাও বরাদ্দ করা হয়েছে। কয়েক জন সদস্যকে গাধাটির সঙ্গে কথা বলতেও দেখা যায়। কিন্তু বিষয়টিতে আপত্তি জানায় পেটা (পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস) ইন্ডিয়া।
পেটা-র পক্ষ থেকে সালমানকে একটি চিঠি লেখা হয়। গাধাটিকে অবিলম্বে ছেড়ে দেয়ার আবেদন করা হয় চিঠিতে। ‘পিপল ফর অ্যানিম্যালস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকেও ‘বিগবস ১৮’-এর নিন্দা করা হয়।
অবশেষে গাধাটিকে ছেড়ে দেয়া হয় বিগবসের ঘর থেকে। বিষয়টিতে হস্তক্ষেপ করেছিলেন মানেকা গান্ধী। তাকে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত সিজনগুলোর তুলনায় এবার আরও বেশি পারিশ্রমিক নিয়েছেন সালমান। ‘বিগ বস ১৮’-এর উপস্থাপনার জন্য প্রতি মাসে ৬০ কোটি রুপি নিচ্ছেন সালমান।
প্রতি সপ্তাহে দুটি করে পর্ব হলে মাসে সর্বমোট ৮টি পর্বের উপস্থাপনা করবে সালমান। যদি এবারের ১৮ নাম্বার সিজন গতবারের মতো চলে তবে ১৫ সপ্তাহের জন্য ২৫০ কোটি রুপি নিচ্ছেন অভিনেতা।
জানা যায়, ‘বিগ বস ১৭’-র জন্য সপ্তাহে ১২ কোটি পারিশ্রমিক নিয়েছিলেন সালমান খান। এ হিসেবে পুরো সিজনের জন্য প্রায় ২০০ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। সেবারের তুলনায় এবারের সিজনে প্রায় ৫০ কোটি বেশি নিচ্ছেন বলিউড ভাইজান।
ছোট পর্দায় উপস্থাপনার জন্য সালমান খানের চেয়ে বেশি পারিশ্রমিক এখন পর্যন্ত কোনো সেলিব্রেটি নেননি। সে হিসেবে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, রোহিত শেঠির মতো তারকাদের পেছনে ফেলে দিয়েছেন সালমান খান।