বিচ্ছেদের পর এই প্রথমবার এক সাথে পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলাকে। ওয়েবসিরিজ ‘বাজি’তে একসঙ্গে কাজ করছেন এই দুই তারকা। সিরিজটিতে ক্রিকেটার হয়ে নজর কাড়লেন তাহসান। সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান।
গত মঙ্গলবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে, একমঞ্চে হাজির ছিলেন তাহসান-মিথিলা। “বাজি” সিরিজটি সম্পর্কে মিথিলা বলেন, “অনেক দিন পর তাহসানের সঙ্গে কাজ করেছি। অর্ষার সঙ্গে ‘বাজি’তেই আমার প্রথম কাজ হলো। সব মিলিয়ে গুণী তারকাদের সঙ্গে কাজ করতে পেরে দারুন অভিজ্ঞতা হয়েছে।”
‘বাজি’তে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তাহসান বলেন, ‘এক অসাধারণ কাজ হয়েছে। সত্যি আমি আনন্দিত সহশিল্পীদের নিয়ে। ক্রিকেট খেলতে অনেক বেগ পেতে হয়েছে।’
উল্লেখ্য, আগামী ১৬ জুন ওটিটি প্লার্টফর্মে দেখা যাবে ওয়েব সিরিজ ‘বাজি’।