আচমকা ২০১৭ সালের মে মাসে শোবিজ অঙ্গনের জনপ্রিয় জুটি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এর পর থেকেই দুজন দুদিকে।
অবশ্য বছর দুয়েক আগে একটি ই-কমার্স সাইটের লাইভ অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই জুটিকে।তবে কখনও পর্দা ভাগাভাগি করতে দেখা যায়নি। তবে সন্তানের কারণে পারস্পরিক শ্রদ্ধাবোধ এখনও অটুট দুজননের মধ্যে।
তবে তাহসান মিথিলা ভক্তদের জন্য সুখবর হল-নির্মাতা আরিফুর রহমান এর নির্মিত ‘বাজি’ শিরোনামে সাত পর্বের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন এই জুটি। সিরিজটিতে তাহসান অভিনয় করছেন একজন ক্রিকেটারের চরিত্রে। আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে।