আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে জায়গা করে নেয়। তবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক মন্তব্য এ দিনটিকে কেন্দ্র করে বিতর্কের জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি দাবি করেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল ভারতের ঐতিহাসিক বিজয়ের দিন। তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সাহসী সৈনিকদের আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মোদির ভাষায়, “তাদের অদম্য চেতনা ও আত্মত্যাগ আমাদের গৌরব এনে দিয়েছে এবং প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
মোদির এই মন্তব্য বাংলাদেশের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এ মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা স্বাধীনতার জন্য পরিচালিত হয়েছিল। ভারতের এই ধরনের বক্তব্য বাংলাদেশের অস্তিত্ব অস্বীকারের শামিল।
একইভাবে, শিক্ষার্থী আমিনুল ইসলাম এ ঘটনাকে “ভারতীয় আধিপত্যবাদ” হিসেবে আখ্যা দেন এবং স্বাধীন বাংলাদেশকে রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অন্যদিকে, মোহাম্মদ সাব্বির দেশের যুব সমাজের প্রশিক্ষণের ওপর জোর দিয়ে সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, এবার বিজয় দিবস বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। ১৯৭১ সালের বিজয়ের পাশাপাশি, ২০২৪ সালে শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনের পতন এবং নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার কারণে এ বছরকে দ্বিতীয় বিজয় দিবস হিসেবেও চিহ্নিত করা হচ্ছে।