সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষায়িত বিষয়ের বাইরের সাধারণ বিষয়সমূহ পড়ানো বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) সংশ্লিষ্ট বিষয়ের বাইরে অন্যান্য বিষয়ে পাঠদান সীমিত বা বন্ধ করতে হবে।
এই সিদ্ধান্ত কার্যকর হলে এসব বিশ্ববিদ্যালয়ে ইংরেজি, বাংলা, আইন ও বিবিএর মতো বিষয় পড়ানো বন্ধ হতে পারে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক নির্দেশনা দেশের সব বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে পাঠানো হয়েছে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “আমরা চিঠিটি পেয়েছি এবং বিষয়টি নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
চিঠিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত ১৮টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যাদের মূল লক্ষ্য বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার ও উন্নয়ন। তবে সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত বিষয়গুলোর সঙ্গে সামঞ্জস্যহীন সাধারণ বিষয়েও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্ত্রণালয় আরও বলেছে, ১০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে একই শিক্ষার আওতাভুক্ত হিসেবে ধরে একই ধরনের শিক্ষা কার্যক্রম পরিহার করতে হবে। যদি কোনো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ বিষয় চালু থাকে, তবে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তা সীমিত বা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, STEM সম্পর্কিত যুগোপযোগী বিষয় অন্তর্ভুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো তাদের মূল শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য রক্ষা করতে পারে।