বিমানবন্দর থেকে যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। তিনি বলেন, বিমানবন্দর থানা থেকে আমাদের জানানো হয়েছে যে তারা গ্রেপ্তার হয়েছেন। চাঁদপুর থেকে পুলিশ পাঠানো হয়েছে। তাদের আনার পর বিস্তারিত তথ্য জানা যাবে।
জানা গেছে, মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে। ২০২৩ সালের ৫ আগস্টের পর তারা আত্মগোপনে চলে যান। এছাড়া, তারা পুরান বাজারের একটি হত্যা মামলার আসামিও ছিলেন।
গ্রেপ্তারের পর তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য চাঁদপুর থেকে পুলিশ তাদের আনতে যাচ্ছে।