বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবিধান সংশোধনের প্রস্তাবনা প্রত্যাহার করতে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন ঢাকাভিত্তিক ক্লাবগুলোর সংগঠকরা। সময়মতো সংশোধনী প্রত্যাহার না করা হলে লীগ বয়কটের হুমকি দিয়েছেন তারা।
আজ রাজধানীর একটি হোটেলে সিসিডিএমের অধীনস্থ ক্লাবগুলোর সংগঠকরা এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন। একই সঙ্গে সংশোধনী কমিটির আহ্বায়ক ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ দাবি করেছেন সংগঠকরা।