দীর্ঘ ছয় বছর কার্যক্রম স্থগিত থাকার পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সায়েন্স ক্লাব ২০২৫-২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। কমিটিতে সভাপতি হিসেবে ৪৬তম ব্যাচের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে একই ব্যাচের টেক্সটাইল মেশিনারী ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থী হোসাইন আল আশরাফ মনোনীত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) ক্লাবটির মডারেটর শেখ মোহাম্মদ রাফির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহিদুল ইসলাম মুন। এছাড়া সহ-সভাপতি হিসেবে আছে আনান সরকার ফিজা, অপূর্ব চন্দ্র দাস, বোরহান উদ্দিন খান, মির আব্দুল গাফফার, আবু সাঈদ সায়েম, গাজী হাদিউজ্জামান ও মাহিন সাফা।
শিক্ষার্থীদের জন্য গবেষণানির্ভর ও বিজ্ঞানচর্চাবান্ধব পরিবেশ তৈরি করার জন্য ২০১৪ সালের দিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উদ্যমী শিক্ষার্থীর উদ্যোগে বুটেক্স সায়েন্স ক্লাবের যাত্রা শুরু হয়েছিল। তবে সেসময় রাজনৈতিক ছাত্র সংগঠনের দ্বারা প্রতিহিংসার শিকার হয়ে ক্লাবটির কার্যক্রম স্থগিত রাখতে হয়েছিল বলে জানা যায়।
ক্লাবটির নবনিযুক্ত সভাপতি মো. নাহিদ হাসান তালুকদার বলেন, বুটেক্স সায়েন্স ক্লাব তার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং বিশেষ করে গবেষণাধর্মী মানসিকতা গড়ে তুলবে এমন প্রত্যাশা করছি। বিজ্ঞান ও প্রযুক্তির জগতে শিক্ষার্থীদের আগ্রহ, অংশগ্রহণ এবং সৃজনশীলতাকে উৎসাহিত করাই হবে এই সংগঠনের মূল চালিকাশক্তি।
এছাড়া ক্লাবটির সাধারণ সম্পাদক হোসাইন আল আশরাফ জানান, নতুন কমিটির নেতৃত্বে আসতে পারা একদিকে যেমন গর্বের অন্যদিকে অনেক বড় দায়িত্বের বিষয়। আমরা ক্লাবকে একটি গবেষণানির্ভর ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে বিজ্ঞানভিত্তিক কর্মসূচি, প্রশিক্ষণ, ম্যাগাজিন প্রকাশ, একাডেমিক সহায়তা, উচ্চশিক্ষা পরামর্শ এবং গবেষণার সুযোগ সৃষ্টি। আমাদের বিশ্বাস সঠিক দিকনির্দেশনা ও উৎসাহ পেলে শিক্ষার্থীরা নিজেদের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারবে এবং সেই সুযোগটাই আমরা তৈরি করতে চাই।