ইন্টারনাল ভিসি নিয়োগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো সহ পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিভাগীয় প্রধানগণ আলোচনা সভা করেছেন।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) একাডেমিক ভবনের টিচার লাউঞ্জে দুপুর ২:৩০ ঘটিকা থেকে আলোচনা সভাটি শুরু হয়।
আলোচনা সভায় বিভাগীয় প্রধানগণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। তাঁরা বুটেক্সের অধ্যাপককে উপাচার্য হিসেবে চান। পাশাপাশি তাঁরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর আহ্বান জানান।
তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল শিল্পের উন্নয়নের স্বার্থে বুটেক্সে ইন্টারনাল ভিসি নিয়োগের প্রয়োজন। কারণ বুটেক্সের একজন ইন্টারনাল অধ্যাপকই বুঝবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের স্বার্থে দ্রুত কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন যা বাইরের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক দ্বারা সম্ভব না। কারণ বাইরের একজন শিক্ষকের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে মানিয়ে নিতেই অনেক সময় চলে যাবে।
এছাড়া শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর জন্য বিভাগীয় প্রধানগণ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় সভা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের মতামত নেওয়ার জন্য সকল শিক্ষকগণ দ্রুত তাদের সাথে অলোচনা সভা করারও সিদ্ধান্ত নেন।
এর আগে বুটেক্সের বেশিরভাগ শিক্ষার্থী এক্সটারনাল ভিসি নিয়োগের দাবি এবং সাপ্লিমেন্ট পরীক্ষার পদ্ধতি চালুর দাবিতে সকল অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেন এবং তা এখনও চলমান আছে।