রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ম্যানেজমেন্ট স্টাডিজস্ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পা (২৩) আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় রংপুরের সর্দার পাড়ায় অবস্থিত ‘আপন ছাত্রী নিবাস’-এর চারতলার ৪০৪ নম্বর কক্ষে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
টুম্পার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রতশালা থানার চাপুইর গ্রামে। পিতা আব্দুল ওয়াহাবের কন্যা টুম্পা ছাত্রী নিবাসে একক কক্ষে (সিঙ্গেল রুম) বসবাস করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষণ্নতা থেকে হতাশায় পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজস্ বিভাগের বিভাগীয় প্রধান রবিউল আজম জানান, “শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানাই এবং আমরা ঘটনাস্থলে যাই। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে দরজা খুলে লাশ উদ্ধার করে।”
রংপুর মেট্রোপলিটন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ নিহতের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষার্থীরা মর্মাহত হৃদয়ে টুম্পার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।