ব্যাংকিং খাত, ভ্যাটসহ রাজস্ব কাঠামো, অর্থ পাচার রোধ এবং আর্থিক খাতের সংস্কারে আইএমএফের কাছে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। এছাড়াও, বিশ্বব্যাংকসহ অন্যান্য সংস্থার কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে।
সালেহ উদ্দিন আহমেদ বলেন, “অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ প্রয়োজন।আইএমএফ কী পরিমাণ বা কীভাবে অর্থ দেবে, তা অক্টোবরে আইএমএফের বোর্ড সভায় নির্ধারিত হবে।”
পাশাপাশি, এ বিষয়ে আইএমএফ মিশনকে জানানো হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে কী কী সংস্কার করেছে, সেসবও তাদের জানানো হয়েছে। এ ক্ষেত্রে আইএমএফ এর আর্থিকসহ কারিগরি সহায়তা দরকার বলেও জানিয়েছেন তিনি।