দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত গুচ্ছভিত্তিক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নানা সহায়তা প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার (২৭ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের মূল ফটকের আশেপাশে বিভিন্ন সেবা দিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয় মূল ফটকের দুইপাশে কুবি শাখা ছাত্রলীগের দুইটি দল( মাসুম ও সায়েম) বুথ স্থাপন করেছেন, এছাড়াও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের প্রাথমিক চিকিৎসার জন্য ফাস্ট এইডের ব্যবস্থা, ভুল করে কোন পরীক্ষার্থী অন্যকেন্দ্রে চলে গেলে দ্রুত সময়ে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পৌছে দিতে ‘জয় বাংলা বাইক সার্ভিস’, দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থী এবং অভিভাবকদের সুবিধার্থে শিক্ষার্থী সহায়তা বুথ স্থাপন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ (বই, শীট, মোবাইল,মানিব্যাগ) সংরক্ষণের ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রামের জন্য অভিভাবক কর্ণার, সুপেয় পানির ব্যবস্থা করেন।
শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী ইমাম হোসেন মাসুম বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থী এবং অভিভাবকদের সুবিধার্থে শিক্ষার্থী সহায়তা বুথ স্থাপন করেছি। শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ (মোবাইল,মানিব্যাগ) সংরক্ষণের ব্যবস্থা, অভিভাবকদের বিশ্রামের জন্য অভিভাবক কর্ণার, শিক্ষা উপকরণ বিতরণ এবং সুপেয় খাবার পানি বিতরণ করা হয়। শিক্ষার্থীদের নিয়মতান্ত্রিক যেকোনো অধিকার আদায়ে এবং তাদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় অঙ্গীকারবদ্ধ। স্মার্ট জেনারেশনের স্মার্ট সংগঠন হিসেবে দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে।”
শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক আবু সাদাৎ মো. সায়েম বলেন, ভর্তি পরীক্ষার উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ শাখার থেকে জয় বাংলা সার্ভিস, যারা পরীক্ষা দিতে এসেছে তাদের সাথে থাকা প্রয়োজনীয় জিনিস মানিব্যাগ, মোবাইল বুথে নিরাপত্তা প্রদান করেছে। এছাড়া আবাসিক হলে পরীক্ষার্থীদের থাকার ব্যবস্থা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শিক্ষার্থী বান্ধব কাজ সর্বদাই করে যাবে।
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়