ঈদ উল ফিতর উপলক্ষে ইত্যাদি-তে গাওয়া তাহসান খান ও তাসনিয়া ফারিনের “আজ রঙে রঙে রঙিন হব” গানটি নেটিজেনদের পছন্দের চূড়ায়। গানটি রিলিজ হওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, তাহসান ও ফারিন দুজনেই গানের তালে নেচে পরিবেশন করছেন অসাধারণ একটি গান।
নেটদুনিয়ায় সকলেই বেশ অবাক হয়েছেন তাসনিয়া ফারিনের গান শুনে। তিনি এতোদিন জনপ্রিয় ছিলেন অভিনয়ের কারণে। এতোদিন দর্শকরা তার নাটক, চলচিত্র দেখে মুগ্ধ হয়েছেন। তবে এবার তার কণ্ঠে গান শুনে সকলেই বেশ অবাক। তাকে দেখে বোঝার উপায় নেই এটা তার প্রথম গান। গানটির মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন।
গানটি লিখেছেন কবির বকুল ও সুর দিয়েছেন ইমরান মাহমুদুল।