ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পুশইন না করে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবনের ভেতরে বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধনের সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় বিষয়টি তুলে ধরা হয়েছে এবং আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে—পুশইন নয়, বরং নিয়ম মেনে পাঠানো হোক।”
এদিকে তিনি নিশ্চিত করেন, বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদেরও কোনো রকম পুশব্যাক করা হবে না; তাদের ফিরিয়ে দিতে হবে নিয়ম মেনেই।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, পুশইনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে এবং এই ধরনের প্রবেশে জঙ্গি বা সন্ত্রাসীর প্রবেশের ঝুঁকিও অস্বীকার করা যায় না।