বাংলাদেশ-ভারত সীমান্তে তুরস্কের তৈরি ‘বায়রাকতার টিবি২’ ড্রোন মোতায়েনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
শনিবার (৭ ডিসেম্বর) ফ্যাক্টস’র ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট করা হয়।
পোস্টে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন নিয়ে বক্তব্য রাখা হয়, যেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে ড্রোন মোতায়েন করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই পদক্ষেপ ভারতের সঙ্গে উত্তেজনার কারণে নেওয়া হয়েছে।
ইন্ডিয়া টুডে দাবি করে, তুরস্কের তৈরি এই ড্রোন নজরদারি ও সুনির্দিষ্ট হামলার জন্য ব্যবহৃত হয় এবং এটি ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চলকে কেন্দ্র করে উদ্বেগ বাড়িয়েছে। এর জবাবে ভারত সীমান্তে নজরদারি বাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রেস উইং এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে।
আরএ//বিএন