ভারতের উত্তর প্রদেশের মিরাটের আইআইএমটি বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত স্থানে নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, হোলি উৎসবের সময় খালিদ প্রধান নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি খোলা জায়গায় নামাজ আদায় করেন। সেই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করা হয়। পরে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর আপত্তির মুখে খালিদ প্রধানকে গ্রেফতার করা হয়। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন খালিদ প্রধান এবং তিনজন নিরাপত্তা কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে নামাজ পড়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা এক বিবৃতিতে বলেন, অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, খোলা জায়গায় নামাজ আদায়ের পর ভিডিওটি “সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার উদ্দেশ্যে” আপলোড করা হয়েছিল।
গঙ্গা নগর থানার এসএইচও অনুপ সিং জানিয়েছেন, একজন কার্তিক হিন্দুর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ধারা ২৯৯ এবং তথ্য প্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধানের আওতায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, এ বছর হোলি উদযাপন পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবারের দিন পড়েছে। ভারতের কিছু স্থানে জুমার নামাজের সময় পরিবর্তন করা হয়, আবার কোথাও মসজিদ ঢেকে রাখা হয়।
আরএস/আরইউএস