সাইবার অপরাধ দমনে ভারত সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের অধীনে ৫৯ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ১,৭০০ স্কাইপ আইডি বন্ধ করে দেওয়া হয়েছে।
সম্প্রতি ‘ডিজিটাল অ্যারেস্ট’ নামে একটি প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকার এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারাভিযান চালানোর পরিকল্পনা করছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ডিজিটাল প্রতারণা প্রতিরোধে জনগণকে সতর্ক করার উদ্যোগ নেওয়া হবে।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি জানিয়েছে, গত দশ মাসে ‘ডিজিটাল অ্যারেস্ট’ কৌশলে প্রতারণার মাধ্যমে প্রায় ২,১৪০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই প্রতারণার নেটওয়ার্ক থাইল্যান্ড, হংকং এবং লাওসসহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হচ্ছে। তদন্তে ১৫৯ কোটি টাকারও সন্ধান মিলেছে, যা প্রতারণার মাধ্যমেই অর্জিত। এ পর্যন্ত চক্রের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ১১৫তম মন কি বাত অনুষ্ঠানে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জনগণকে অযথা ভীত না হয়ে সতর্ক থাকতে এবং সন্দেহজনক ফোন কলের ক্ষেত্রে রেকর্ড রাখার পরামর্শ দিয়েছেন।
আরএস//বিএন