দেশের পাশাপাশি কলকাতাতেও বেশ জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কাজ করছেন ওপার বাংলাতেও। শুধু তাই নয়, সেখানে কয়েকটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন। এবার গুজরাটের পারুল বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন ফারিয়া। গতকাল পারুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের জীবনের অভিজ্ঞতা।
সেই অনুষ্ঠানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ফারিয়া। তিনি লেখেন, ‘এটা সত্যিই অনবদ্য অভিজ্ঞতা। এটি গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের গেস্ট অব অনার হওয়া আমার জন্য খুবই আনন্দের।’
নুসরাত ফারিয়া বলেন, ‘পারুল বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে সাইন করেছি। একজন বাংলাদেশি অভিনেত্রী হয়ে গুজরাটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছাদূত হতে পেরে আনন্দিত। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে আমার জীবনের ভালো অভিজ্ঞতার পাশাপাশি নানা ধরনের স্ট্রাগলিংয়ের গল্পও শেয়ার করেছি। জীবনের সেসব অধ্যায় থেকে কী শিখেছি, কীভাবে সেখান থেকে ওভারকাম করেছি, জীবনে চলার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমার কাছে বেশি গুরুত্ব পায়—এসব বিষয় শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেছি।’