সাম্প্রতিক সময়ে উত্তপ্ত পরিস্থিতির জন্য ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। পহেলগাম হামলার জেরে দুই দেশ জড়িয়ে পড়ে যুদ্ধে। বর্তমানে যুদ্ধ বিরতি চললেও দুই দেশের ব্যবসার উপর নেতিবাচক প্রভাব পড়েছে এটা স্পষ্ট।
তবে ৫০ শতাংশ পাকিস্তানি যুদ্ধবিরতির পর বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে। দ্য নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
তবে ৩৫ শতাংশ পাকিস্তানি এর বিরোধিতা করেছেন। তারা প্রথমে দুই দেশের মধ্যকার সকল অমীমাংসিত সমস্যার সমাধান দাবি করেছেন। গত ১২ থেকে ১৮ মে এই গবেষণাটি করেছে গ্যালাপ পাকিস্তান। জরিপে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে কয়েক শত পাকিস্তানিকে নির্বাচিত করা হয়েছিল
কোন কোন পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায়- এই প্রশ্নে জবাবে ৪৮ শতাংশ পাকিস্তানি জানিয়েছেন যে, দুই দেশের ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা মাধ্যমে এটি করা যায়। তবে ৩৫ শতাংশ পাকিস্তানি এর বিরোধিতা করেছেন।
এ ছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা জানিয়েছেন ৪৫ শতাংশ পাকিস্তানি। অন্যদিকে ৩৫ শতাংশ পাকিস্তানি এটি প্রত্যাখ্যান করেছেন। যদি এটা ১৯৪৭ সাল হয়, তাহলে আপনি কি ভারত থেকে পাকিস্তানকে আলাদা করার পক্ষে- এমন প্রশ্নের জবাবে ৮৬ শতাংশ পাকিস্তানি ভারত থেকে আলাদা হতে চাওয়ার পক্ষে রায় দিয়েছে।
শুধুমাত্র ৪ শতাংশ এর বিরোধিতা করেছেন। তবে ৭ শতাংশ এই বিষয়ে কোনও কিছু বলতে চায়নি। এ ছাড়া এই বিষয়ে ৪ শতাংশ কোনও ধরনের মতামত প্রদান করেননি।