বলিউড কিংবা সাউথ ইন্ডাস্ট্রির নায়িকাদের সম্পত্তি নিয়ে জানার আগ্রহ সবারই আছে। কারণ এই সব নায়িকাদের বিলাশবহুল জীবন-যাপন সবাইকেই আশ্চর্যন্বিত করে। অনেকেই ভাবেন দক্ষিণী নায়িকা নয়নতারা বোধহয় ভারতের সবথেকে ধনী নায়িকা। কারণ তার নিজস্ব প্লেন রয়েছে। কিন্তু এই সব ধারণাই ভুল। ভারতের সর্বোচ্চ ধনী নায়িকার মুকুট এখনো সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের দখলে।
নিউজ এইটটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের হিসেব অনুযায়ী- ঐশ্বরিয়ার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৭৭৬ কোটি। অভিষেক বচ্চনের স্ত্রী সম্পদের পরিমাণে পেছনে ফেলেছেন বর্তমান সময়ের অনেক নায়িকাদের।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রতি বছর শুধুমাত্র বিভিন্ন পণ্যর শুভেচ্ছাদূত হিসেবেই ৮০-৯০ কোটি উপার্জন করেন ঐশ্বরিয়া। এছাড়া যেকোনো ইভেন্টের জন্য নেন ৬-৭ কোটি টাকা।