রুশ পণ্যবাহী জাহাজ “উরসা মেজর” ভূমধ্যসাগরে ইঞ্জিন রুমে বিস্ফোরণের কারণে ডুবে গেছে।
এতে জাহাজে থাকা ১৬ জন নাবিকের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে স্পেনে নিয়ে যাওয়া হয়েছে, তবে এখনও দুই নাবিক নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে, যা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে।
জাহাজটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক সরঞ্জাম পরিবহন সংস্থা ওবোরোনলোগিস্তিকা পরিচালনা করত। ২০০৯ সালে নির্মিত এই জাহাজটি দুর্ঘটনার সময় ভ্লাদিভোস্টকের দিকে যাচ্ছিল। জাহাজে বিশাল আকৃতির দুটি ক্রেন ছিল, যা ডেকে সংযুক্ত ছিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের বিবৃতিতে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।
এদিকে, স্পেনে রুশ দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এই বিষয়ে স্পেনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে।
জাহাজটির মালিক কোম্পানি ওবোরোনলোগিস্তিকা ও এসকে-ইয়ুগ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
২০২২ সালে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকার কারণে এই দুটি কোম্পানির ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
আরএস