সদ্য শেষ হওয়া ১৮তম লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ভোটের বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। এবারের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটি ২ লাখ ভোটার, যার মধ্যে ৩১ কোটি ২ লাখ মহিলা ভোটার ছিলেন। দেশ মহিলাদের জন্য গর্বিত।
ভোট গণনার একদিন আগে আজ সোমবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন। এ সময় লোকসভা নির্বাচনে অংশ নেওয়া সব ভোটারদের ‘স্ট্যান্ডিং ওভেশন’ জানান তিনি। সিইসি বলেন, ‘আমরা ৬৪ কোটি ২০ লাখ ভোটারের বিশ্ব রেকর্ড গড়েছি। এটা আমাদের সবার জন্য ঐতিহাসিক মুহূর্ত, যা জি-৭ ভুক্ত দেশগুলোর ভোটারের দেড়গুণ এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ভোটারের আড়াই গুণ। ভারতের নির্বাচন নিঃসন্দেহে একটি বিস্ময়কর ঘটনা।’
সিইসি আরও বলেন,‘এই নির্বাচনে আমরা কোনো সহিংসতা দেখিনি। এই পর্যায়ে আসতে দুই বছরের প্রস্তুতি নিতে হয়েছে।’ তিনি আরও জানান, এই নির্বাচনে নির্বাচন কমিশন প্রায় ১০ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করার রেকর্ড তৈরি করেছে। যা ২০১৯ সালে বাজেয়াপ্ত করা অর্থের প্রায় তিনগুণ।