কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমাননা ও মহানবী হযরত মোহাম্মদ (স.) কে কটুক্তির অভিযোগ উঠেছে। তার নাম স্বপ্নীল মুখার্জি। পড়াশোনা করছেন পদার্থ বিজ্ঞান বিভাগে।
এর ফলশ্রুতিতে বুধবার (১৫ মে) তার স্থায়ী বহিষ্কার ও শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সরেজমিনে দেখা যায় সকাল ১০টা থেকেই শত শত শিক্ষার্থীরা একসাথে জড়ো হয়ে আছে এবং একে একে পর্যায়ক্রমে ব্যানার ফেস্টুন নিয়ে দাড়িয়ে আছে। এই মানবন্ধনে অংশ নিতে বাদ যায়নি বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ নারী শিক্ষার্থীরাও।
মানবন্ধনে শিক্ষার্থী ‘উগ্রবাদিদের আস্তানা এই কুবিতে হবে না, অসাম্প্রদায়িকতার এই দেশে সাম্প্রদায়িকতা স্থান নাই, স্বপ্নীলদের জায়গা এই কুবিতে হবে না, উগ্রবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, রাসুলের অপমান সইবে না এই ক্যাম্পাস’ সহ আরও বিভিন্ন স্লোগানে মেতে উঠে।
পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থী বক্তৃতা দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১২ তম আবর্তনের শিক্ষার্থী নূর আহমেদ আল আমিন বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় তার লেখাগুলো দেখলে আমাদের মুসলমানদের পায়ের রক্ত মাথায় ওঠে যায়। তার লেখার প্রত্যেকটা শব্দে শব্দে মুসলমানদের উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে। আমাদের প্রশাসনের কাছে অনুরোধ থাকবে স্বল্প সময়ের মধ্যে তাকে স্থায়ী বহিষ্কার করতে হবে। আমরা কখনও এরকম উগ্রবাদী বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না।’
বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৪ তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, ‘ আমরা অবগত আছি যে জয়দেব নামে এক উগ্র শিক্ষার্থীর বিরুদ্ধে পূর্বে প্রশাসন ব্যবস্থা নিয়েছিল। এছাড়াও সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ম নিয়ে কটূক্তি করায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। আমরা চাই তাকে আরও কঠোর শাস্তি দেয়া হোক। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমাদের কর্মসূচি চলমান থাকবে।’
মানববন্ধন শেষে গণ-স্বাক্ষর, প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। এরপর সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি এবং তার নারী সহপাঠীদের পক্ষ থেকে আরেকটি অভিযোগপত্রও দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর।
এর আগে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি স্বপ্নীলের ব্যাপারে আলোচনায় বসেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্বপ্নীলকে বহিস্কারের প্রাথমিক সুপারিশ করেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী।
তাছাড়া, গতকাল মঙ্গলবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মকে অবমাননা এবং হযরত মোহাম্মদ (স.) কে কটুক্তি ও ফিলিস্তিন নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্যের স্কিনশটগুলো ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কুবি শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জির বিভিন্ন ফেসবুক একাউন্ট থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে ইসলাম কে কটাক্ষ করা হয়েছে।
রকি উল হাসান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়