মহারাষ্ট্রে অভিযান চালিয়ে আরও ১৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এ নিয়ে দিল্লি, কেরালা, আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের পর মহারাষ্ট্রেও অবৈধভাবে প্রবেশের অভিযোগে বাংলাদেশিদের গ্রেপ্তারের ঘটনা ঘটল।
পুলিশ জানায়, মুম্বাই, নবি মুম্বাই এবং নাসিকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়। তাদের কাছে বৈধ কোনো নথি পাওয়া যায়নি। তবে, জাল আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে, যা তারা ভারতে অবস্থানের জন্য ব্যবহার করছিলেন বলে অভিযোগ।
এই ঘটনায় ১৯৪৬ সালের বিদেশি আইন, ১৯৫০ সালের অভ্যন্তরীণ প্রবেশ আইন এবং ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় অন্তত ১০টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তদন্ত প্রক্রিয়া চলমান।
এর আগে, আসামে ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের খবর আসে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, বেঙ্গালুরু থেকে গুয়াহাটি হয়ে মানকাচারে পৌঁছানোর পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে।
আসামের স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গ্রেপ্তারকৃতরা পুলিশি জিজ্ঞাসাবাদে নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করেছেন। তদন্ত শেষে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে, একই ধরনের ঘটনায় সীমান্ত পেরিয়ে আসা এক বাংলাদেশি নারীকে ফেরত পাঠানো হয়।
আরএস//বিএন