বিশাল আয়োজনে রাজকীয় ধারায় বিয়ে হয় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডার। বিয়ের বছর না গড়াতেই গুঞ্জন রটে পরিণীতি মা হতে চলেছেন। এবার অভিনেত্রী নিজেই মুখ খুললেন ঘটনাটি নিয়ে।
সম্প্রতি মুম্বাইতে কালো পোশাকে একটি ইভেন্টে অংশ নিতে দেখা যায় পরিণীতিকে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ও ভিডিওগুলো প্রকাশ্যে আসার পরেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে তার। নেটিজেনদের ধারণা— পরিণীতি সন্তানসম্ভবা।
তবে নেটকারিগরদের সেই চর্চায় পানি ঢেলে দিলেন পরিণীতি। শুধু তাই নয়, হাসির ছলে নিজের প্রতিক্রিয়াও জানান এই অভিনেত্রী। ইনস্টাগ্রামের স্টোরিতে লেখেন— ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী। ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।’
এ প্রসঙ্গে পরিণীতির স্বামী রাঘব জানান, গর্ভবতী হওয়ার খবরটা সত্য নয়। ও এখন বিভিন্ন শহরে দৌড়ে বেড়াচ্ছে কাজ এবং ব্যক্তিগত কিছু বিষয়ের জন্য। কে কী পোশাক পরছে, সেটা দেখে সে গর্ভবতী কি না বোঝা যায় না।