মেহেদী হাসান: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮ টায় রাঙ্গামাটির পার্বত্য জেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সকল নিহতদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম সিদ্দিকী।
এ সময় উপস্থিত সকলে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন।”
দোয়া মাহফিলে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও চোখের জল ধরে রাখতে পারেননি। তারা নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং সরকারি সহায়তার দাবি জানান।