বিশেষ প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা এলাকায় প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে। এরপর থেকেই ১৫ বছর বয়সী নাসির উদ্দিন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নাসির উদ্দিন শিবচরের বন্দরখোলা ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের মৃত আজগর হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল থেকেই ওই নারী তাঁর ছয় বছরের মেয়ে ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে সেতুর রেলিংয়ের উপর বসে ছিলেন। সন্ধ্যার পরে সেতুটিতে মানুষের চলাচল কমে গেলে, তিনি হঠাৎ করেই ছেলেকে নদীতে ফেলে দেন। প্রতিবন্ধী সন্তানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তিনি এমন কাজ করে থাকতে পারেন বলে ধারণা করছেন তাঁরা।
স্থানীয়রা ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে তাকে আটক করে জাতীয় জরুরি সেবায় (৯৯৯) ফোন দেন। পরে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরান শিল্পী ঘটনাস্থলে এসে রিজিয়া বেগম (৪৫) নামের ওই নারীকে আটক করেন এবং থানায় নিয়ে যান। এরপর ফায়ার সার্ভিস এসে উদ্ধার অভিযান শুরু করে, তবে এখনও ছেলেটির খোঁজ মেলেনি।
শিবচর থানার ওসি রতন শেখ জানান, আটক মা রিজিয়া বেগম জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, ছেলের অসুস্থতা ও ভোগান্তির কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।