মানিকগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পোশাকশ্রমিকরা হলেন শিবালয় উপজেলার নারায়ণ তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথি আক্তার (২৮), সমেজঘর তেওতা গ্রামের আবদুল বাতেনের স্ত্রী ফুলি আক্তার (৩২) এবং একই গ্রামের আইয়ুব আলীর কন্যা সাবিনা আক্তার (২০)। তাঁদের মরদেহ শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মর্গে রাখা হয়েছে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানায়:
সকাল পৌনে ৭টার দিকে শিবালয়ের আরিচা ঘাট এলাকা থেকে কারখানার উদ্দেশে ছেড়ে আসা পোশাকশ্রমিকবাহী বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী এলাকায় পৌঁছালে একটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে।