বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও উপদেষ্টামণ্ডলীর সদস্য আসিফ মাহমুদ ও মাহফুজ আলমসহ জাতীয় পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ‘মাওলানা ভাসানী পাঠচক্র’ এর উদ্যোগে “মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে আগামী বুধবার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আসবেন।
বুধবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ।সভাপ্রধান হিসাবে উপস্থিত থাকবেন কবি, ভাবুক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।প্রধান আলোচক হিসাবে আলোচনা রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম।
উল্লেখ্য,গণআন্দোলন ও গণমানুষের রাজনীতির প্রাণপুরুষ,স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের অবিসংবাদিত মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম প্রয়াণদিবস উপলক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির সহায়তায় এ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে।