ছাত্রলীগের কয়েকজন কর্মীকে গণধোলাই ও পরীক্ষায় বসতে দেয়নি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা দেখা যায়।
গতকাল (২৯ আগস্ট) ৪৫তম ব্যাচের চূড়ান্ত সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। দুপুর বেলা ১টা ৩০ মিনিটে ছাত্রলীগের ১১ জন সক্রিয় কর্মী পরীক্ষায় অংশগ্রহণ করতে ক্যাম্পাসে ঢুকলে সাধারণ শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলে। সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে সেখানে হট্টগোল তৈরি হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ভুয়া স্লোগান দিয়ে ক্যাম্পাস থেকে বের করে সাতরাস্তা মোড়ে নিয়ে যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয় নি।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ নাবিস্কো মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করে এসব ছাত্রলীগের সদস্যরা। হল থেকে ছেলেদের জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া, বিভিন্নভাবে টর্চার-মারধর করা, চাঁদাবাজিসহ হলে মাদকের জোগান দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।
শিক্ষার্থীরা জানান, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই ছাত্রলীগ নামক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। পুরো ক্যাম্পাস তাদের দখলে রেখে তারা ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করতো। তাদের ইচ্ছার বাইরে কোনো শিক্ষার্থী কথা বলতে পারতো না।