ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাস।
ওভারসিজ স্টাডি ট্যুর (ওএসটি) কোর্স-২০২৪ এর ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হাইকমিশন চত্বরে আলোচনামূলক সেশনে ডিএসসিএসসি কোর্সের অনুসন্ধানী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মিশনের সার্বিক কর্মকাণ্ড এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে একটি ডিজিটাল উপস্থাপনা করা হয়।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্টাডি ট্যুর, বিশেষ করে ডিএসসিএসসি (ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ) আয়োজিত ট্যুর, বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ট্যুরগুলি কেবল কর্মকর্তাদের জ্ঞান বৃদ্ধি করে না, তাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মো. হাসান তারিক মন্ডল। ব্রিফিং সেশনে উপস্থিতি ছিলেন ইন্দোনেশিয়া, কেনিয়া, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান থেকে ২৫ জন ছাত্র কর্মকর্তা, ৭ জন বিদেশি ছাত্র কর্মকর্তা এবং ৬ জন অনুষদ/কর্মচারী কর্মকর্তা ছিলেন।
এ সময় বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় পক্ষ স্মারক বিনিময় করেন।