গাজায় চলমান সংঘাত বন্ধে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ৭০ ফিলিস্তিনি বন্দিকে মিশরে পাঠানো হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে অনেকে গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত এবং তাদেরকে ইসরায়েলের পক্ষ থেকে মিশর হয়ে কাতার, তুরস্ক ও আশপাশের দেশগুলোতে নির্বাসিত করা হবে। মিশরের আল-কাহেরা নিউজ জানিয়েছে, বন্দিদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে।
এর আগে, হামাস ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেয়, যারা ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় জিম্মি ছিলেন। তাদের বিনিময়ে ইসরায়েল ২০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১২১ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন এবং অনেকে একাধিক হত্যার অভিযোগে অভিযুক্ত। দীর্ঘ ৩৯ বছর কারাবন্দি থাকা এক ব্যক্তিও এই তালিকায় ছিলেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে অর্ধেককে পশ্চিম তীরে পাঠানো হবে এবং বাকি ৭০ জনকে আলজেরিয়া, তুরস্ক বা তিউনিসিয়ায় নির্বাসিত করা হবে। গাজার রাফাহ সীমান্ত দিয়ে মিশরে প্রবেশের ফুটেজে বন্দিদের হাসিখুশি মুখ এবং শুভেচ্ছা জানাতে দেখা গেছে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ২৩০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তবে এদের অধিকাংশকে ফিলিস্তিনি অঞ্চল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার পরিকল্পনা রয়েছে।
আরইউএস