বিশেষ প্রতিনিধি: ঢাকার মডেল মেঘনা আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগে তদন্ত জোরদার হয়েছে। এর ধারাবাহিকতায় তার ব্যাংক সংক্রান্ত হিসাব খোলার আবেদনপত্র, কেওয়াইসি ফরম এবং লেনদেনের বিস্তারিত বিবরণ—চিঠি জারির তারিখ থেকে ৭ কার্যদিবসের মধ্যে তলব করার নির্দেশ হয়েছে।
গত ৯ এপ্রিল রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন, ১০ এপ্রিল আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিনের জন্য হেফাজতে রাখার নির্দেশ দেন।
পরবর্তীভাবে, ১৭ এপ্রিল এক বিদেশি কূটনীতিককে হানি ট্র্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে ধানমণ্ডি থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত।
এরও আগে, ১৫ এপ্রিল ধানমণ্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম বাদী হয়ে মেঘনা, সমির নামের এক ব্যক্তি এবং আরও দুই-তিনজন অজ্ঞাতনামার বিরুদ্ধে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগে মামলা করেন।