ঢাকা মেট্রোরেল এক দিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের মাইলফলক ছুঁয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মেট্রোরেলে সর্বোচ্চ ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী ভ্রমণ করেছেন।
এই অর্জনের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব কর্মকর্তা, যাত্রী, শুভানুধ্যায়ী ও অংশীজনদের ধন্যবাদ জানিয়েছে। একই সঙ্গে সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হককে কৃতজ্ঞতা জানিয়েছে ডিএমটিসিএল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবা নিশ্চিত করতে মেট্রোরেল পরিবার নিবেদিতভাবে কাজ করছে এবং আগামীতেও যাত্রীদের সর্বোচ্চ সুবিধা দিতে সব ধরনের সহযোগিতা কামনা করা হয়েছে।