মেসিবিহীন ম্যাচ দেখতে এলে বিনামূল্যে টিকিট দেবে হিউস্টন ডায়নামো
এই বছর জুনে ৩৮ বছরে পা রাখবেন লিওনেল মেসি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ইনজুরির শঙ্কাও বাড়ছে, তাই ইন্টার মায়ামি মাঝে মাঝে তাকে বিশ্রাম দিচ্ছে। তবে মেসির খেলা দেখতেই যেসব দর্শক মাঠে যান, তারা তার অনুপস্থিতিতে হতাশ হন। শুধু ইন্টার মায়ামির সমর্থকরাই নন, প্রতিপক্ষ দলের দর্শকরাও মেসির জাদুকরী ফুটবল মিস করেন।
আগামীকাল (৩ মার্চ) টেক্সাসে মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। তবে দলের কোচ হাভিয়ের মাশচেরানো ব্যস্ত সূচির কারণে মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত দশ দিনে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন মেসি—স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের দুটি লেগ এবং নিউ ইয়র্ক সিটির বিপক্ষে এমএলএসের উদ্বোধনী ম্যাচ। ফলে টানা ম্যাচের ধকল সামলাতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তবে কোনো ইনজুরি সমস্যা নেই। আগামী ৬ মার্চ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে জ্যামেইকার ক্লাব ক্যাভালিয়ার এফসির বিপক্ষে তিনি মাঠে নামবেন বলে ইএসপিএন জানিয়েছে।
কিন্তু মেসির অনুপস্থিতিতে হতাশ হিউস্টন ডায়নামোর সমর্থকরা। ম্যাচে দর্শক আকর্ষণ ধরে রাখতে ক্লাবটি অভিনব সিদ্ধান্ত নিয়েছে—এই ম্যাচে উপস্থিত দর্শকদের বিনামূল্যে ভবিষ্যতের একটি ম্যাচের টিকিট দেওয়া হবে।
এক বিবৃতিতে হিউস্টন ডায়নামো জানিয়েছে, ‘শেল এনার্জি স্টেডিয়ামে ইন্টার মায়ামির বিপক্ষে খেলতে পেরে আমরা আনন্দিত। তবে আমাদের দেওয়া তালিকায় লিওনেল মেসির নাম নেই, এবং তিনি হিউস্টনে আসছেন না। প্রতিপক্ষের স্কোয়াড নিয়ে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, যা কিছুটা হতাশাজনক।’
তবে ক্লাবটি দর্শকদের নিরাশ করতে চায় না। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা সমর্থকদের অসাধারণ এক ফুটবল পরিবেশ উপহার দিতে প্রস্তুত। যারা আগামীকাল ম্যাচ দেখতে আসবেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে আমরা এই মৌসুমে আমাদের ভবিষ্যতের একটি ম্যাচের টিকিট উপহার হিসেবে দেবো। বিস্তারিত তথ্য আগামী সপ্তাহে জানানো হবে।’