টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল রোববার শপথ নেবেন নরেন্দ্র মোদি। মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন তিনি।
এর আগে গত বুধবার টেলিফোনে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।