রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজারঃ
মৌলভীবাজার শহরের টিএস প্লাজায় দুটি ব্যবসায়ীক প্রতিষ্টানে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে করে দোকানে থাকা নগদ টাকা সহ প্রায় ৪০ লক্ষাধীক টাকার বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন লোট করে নিয়ে যায় ডাকাতরা।
জানাযায় ২৪ মে ভোরে শহরের টিএস প্লাজায় মার্কের সামনের গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গ্লাক্সি সপ” এবং মিলান টেলিকম নামের দুটি প্রতিষ্টানের সাটারের তালা ভেঙ্গে মালামাল লোট করে নিয়ে যায় ডাকাতরা। গ্লাক্সি সপের সত্বাধীকারী শাহাদাত হোসেন জানান উনার দোকানে থানা প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্রান্ডের মালামাল লুট করে নিয়ে যায় চক্রটি।
একই সময়ে ওপর আরেকটি দোকান দেলোয়ার হোসেনের ব্যবসায়ীক প্রতিষ্টান মিলান টেলিকমেও হানা দেয় ডাকাতরা। সেখান থেকেও দোকানে থাকা নগদ ১ লক্ষ ২২ হাজার টাকা সহ বিভিন্ন ব্রান্ডের প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় মার্কেটের প্রতিটা ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অন্যদিকে মৌলভীবাজার সদর মডেল থানার একাদিক টিম ঘঠনাস্থন পরিদর্শন করেন। এবং সিসি টিভি ফোটেজ সংগ্রহ করেন। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান বিষটি আমরা অবগত আছি,আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে বিষয়টি উদঘাটনের জন্য।