সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু ম্যাচ-পরবর্তী বিশ্লেষণ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা না করেই তড়িঘড়ি করে ম্যাচ শেষে নিজ দেশ স্পেনে তারি জমিয়েছেন জাতীয় দলের ‘ছুটিপ্রিয়’ কোচ হাভিয়ের কাবরেরা।
ম্যাচ শেষে রাতেই দলের সঙ্গে টিম হোটেলে ফিরলেও পরদিন সকালে অন্যান্য খেলোয়াড়দের মতো তিনিও হোটেল ছেড়ে যান। তবে গন্তব্য ছিল তার নিজের দেশ।
এবারে কেবল ছুটি নয়, চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত বাংলাদেশে তার উপস্থিতিও খুবই কম। সব মিলিয়ে তিনি ছিলেন মাত্র প্রায় ৩০ দিনের মতো।
এর আগে ভারতের বিপক্ষে ম্যাচের পরও দ্রুত দেশ ছাড়ার নজির রয়েছে তার। বারবার ম্যাচের পর দেশে না থেকে স্পেনে ফিরে যাওয়া কাবরেরার একধরনের অভ্যাসে পরিণত হয়েছে, যা ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মধ্যেও সমালোচনার জন্ম দিয়েছে।
জাতীয় দলের বাজে পারফরম্যান্সের পর এমন সময় কোচের দেশে ফিরে যাওয়া দায়িত্বহীনতারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে।
বিশেষ করে যখন দলের ভবিষ্যৎ গঠন, উন্নয়ন কৌশল ও খেলোয়াড় মূল্যায়নের সময়— তখন কাবরেরার এমন সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে জাতীয় দলের প্রতি তার প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা নিয়ে।
জাতীয় দলে এই মুহূর্তে কোনো ক্যাম্প না থাকলেও, কোচের উপস্থিতি দলের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কাবরেরা সে সুযোগও নেননি।
জাতীয় দলের কোচের এই অনুপস্থিতি শুধু মাঠে নয়, গঠনতন্ত্র ও কৌশলগত দিকেও এক ধরণের শূন্যতা তৈরি করছে বলে মত ফুটবলবোদ্ধাদের। দীর্ঘমেয়াদে দলের গঠনে ও মানসিকতায় এর প্রভাব পড়তে পারে বলে মত তাদের।