যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে যবিপ্রবিতে কুশপুত্তলিকা পুড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা । এই সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার,কোষাধ্যক্ষের ও পদত্যাগের দাবি জানিয়েছেন, পদত্যাগ না করলে তাদের ও কুশপুত্তলিকা পোড়ানোর হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
সোমবার (১৯ই আগস্ট) বেলা ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু করে উপাচার্যের বাসভবন ও ডরমেটরি ঘুরে আবার প্রধান ফটকের সামনেই এসে শেষ হয়। এইসময় তারা উপাচার্য ও তার সকল দোষরদের পদত্যাগ চান। পরে উপাচার্য অধ্যাপক ড.আনোয়ার হোসেনের কুশপুত্তলিকাদাহ করে বিভিন্ন রকম স্লোগান দেন তারা। এই নিয়ে টানা ৫ম দিনের মতো আন্দোলন করছে যবিপ্রবি শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ এবং উপাচার্যের একান্ত সচিব মোঃ আব্দুর রশিদ।
এছাড়া ও পদত্যাগ পত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবিব বলেন যে, আমি বিশ্বিবদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও উপাচার্যের একান্ত সচিবের পদত্যাগ পত্রের কপি পেয়েছি ।তবে প্রক্টরিয়াল বডির পদত্যাগ পত্র এখন ও আমার কাছে আসেনি।
এছাড়া প্রক্টোরিয়াল বডির পদত্যাগের বিষয় জানতে চাইলে সহকারী প্রক্টর মোঃ আক্তারুজ্জামান বলেন যে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা প্রক্টোরিয়াল বডি পদত্যাগ পত্র জমা দিয়েছি।