নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও জেলা এসোসিয়েশনের কমিটি গঠন ও আলোচনা সভার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কুষ্টিয়া জেলা এসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক মিলনায়তনের (টিএসসি) ২০১ নং কক্ষে
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বিদায় জানানো হয়।
এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলোজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলফাজ হোসেন আরবি ও ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আনিকা তাবাছ্ছুম অর্পির সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নাসিম রেজা। এসময় তিনি বলেন যবিপ্রবিতে আমার শহরের সকলে একত্রিত হতে পেরেছি এজন্য আমি অনেক আনন্দিত। তিনি এসোসিয়েশনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন একইসঙ্গে কুষ্টিয়ার বিভিন্ন ঐতিহ্য শিক্ষার্থীরা যবিপ্রবিতে ছড়িয়ে দিবেন বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শাহেদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলা এসোসিয়েশন গঠন করার কথা ভাবলেও নানা কারণে সেটা হয়ে ওঠেনি। আমরা অনেকদিন পরে সবাই একত্রিত হতে পেরে খুবই ভালো লাগছে। আমরা চাই এই সংগঠনটিকে একটি কাঠামোর মধ্যে আনতে। এছারাও তিনি এই সংগঠনের সাফল্য কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. তানভীর আহমেদ তার বক্তব্যে এসোসিয়েশন উপকারিতা, একতাবদ্ধ থাকা ও বন্ধু নির্বাচনের উপর গুরুত্বআরোপ করে ভবিষ্যতে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরামর্শ দেন।
এসময় ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোঃ নাভিদ আনজুম যবিপ্রবি ক্যাম্পাস নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডঃ মোঃ জাফিরুল ইসলামহ কুষ্টিয়া জেলার বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।