যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সকল প্রকার পিকনিক, মিছিল, গনজমায়েত ও মানববন্ধন করার পূর্বে নিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি। বুধবার (০৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইঞ্জি. ড. মোঃ আমজাদ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
যবিপ্রবির সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদেরকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, নিয়ম-শৃঙ্খলা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে কোন পিকনিক, মিছিল, অনুষ্ঠান, গনজমায়েত, মানববন্ধন করার পূর্বে প্রক্টর দপ্তরের অনুমতি নেয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী র্যাগিং অথবা শারীরিক হেনস্থার স্বীকার, হয়রানি, বুলিং ও বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির স্বীকার হলে সরাসরি প্রক্টর অফিসে জানানোর অনুরোধ করা হয়।
এ বিজ্ঞপ্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ইঞ্জি. আমজাদ হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, শিক্ষার্থীদের অনুমতি দেওয়া হবেনা বিষয়টি এমন নয়, যেকোনো যৌক্তিক বিষয়ে আন্দোলন করার অধিকার শিক্ষার্থীদের রয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে অনাঙ্ক্ষিত ঘটনা প্রবাহ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় প্রক্টর যেকোনো অনুষ্ঠান/প্রোগ্রাম/মিছিল করার পূর্বে অনুমতি নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয় । বিশ্ববিদ্যালয়ের সকলের নিরাপত্তার স্বার্থে যেকোনো মিটিং-মিছিল ও সকল প্রকার অনুষ্ঠানের অনুমতি নেওয়ার বিষয়ে আগে থেকেই নিয়ম ছিলো তবে সম্প্রতি বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ও নিরাপত্তা নিশ্চিত করতে এই নোটিশ প্রদান করা হয়েছে।