যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস খেলাধুলা প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠীত হয়।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ মসিয়ূর রহমান হল আবাসিক এবং মুন্সি মেহেরুল্লাহ হল অনাবাসিক মধ্যকার ক্রিকেট ম্যাচে মুন্সি মেহেরুল্লাহ হলকে ৬৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শহীদ মসিয়ূর রহমান হল।
অপরদিকে শিক্ষক-কর্মকর্তাদের মধ্যকার ক্রিকেট ম্যাচে কর্মকর্তা দল শিক্ষক দলকে ৩১ রানে হারিয়ে বিজয় অর্জন করে। এছাড়াও বীর প্রতীক তারামান বিবি ও তাপসী রাবেয়া হলে পিলো পাসিং খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।
শরীরচর্চা শিক্ষা দপ্তর এর পরিচালক ড. মো: রাফিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ, বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুনসহ আরো অনেকে। এসময় যবিপ্রবি উপাচার্য বলেন, পড়ালেখার বাইরে খেলাধুলা আমাদের মনকে সতেজ করে। ছাত্রছাত্রীদের বলব পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চা করতে। এতে করে তোমাদের মন সতেজ থাকবে। আমরা চাই যবিপ্রবি ক্যাম্পাস শান্তিপূর্ণ, একাডেমিক কার্যক্রম, গবেষনা, খেলাধুলা, বিনয়, নম্রতা-ভদ্রতা সবদিক থেকে এগিয়ে থাক।