যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের উদ্যোগে”The Debit Delight” ক্যাফেটেরিয়ার কার্যক্রম চালু করা হয়েছে যা সকল বিভাগের জন্যই উন্মুক্ত থাকবে।
বুধবার (১১ ডিসেম্বর ) বুধবার দুপুর ২ টায় স্যার জগদীশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের নবম তলায় এক জমকালো আয়োজনে মধ্য দিয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ডঃ মোঃ কামাল হোসেন এই ক্যাফের শুভ উদ্বোধন করেন।
উক্ত উদ্ধোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডঃ মোঃ আমজাদ হোসাইন এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “বিজনেস ফ্যাকাল্টির জন্য এটি একটি নতুন মাইলফলক। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও উৎসাহিত করা হবে।”
এছাড়াও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ডঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদের নাস্তা করার জন্য যে দুর্ভোগ পোহাতে হয় তারই পরিপ্রেক্ষিতে সবার সম্মিলিত উদ্যোগের ফলে আজকের এই আয়োজনের জন্য আমরা সবাই অনেক খুশি । পরিমাণ এবং গুনাগুন বজায় রেখে ভবিষ্যতে এর পযরিসর আরো বাড়াতে চাই ।
এছাড়াও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. কামাল হোসেন শিক্ষার্থীদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আমার যে সমস্ত শিক্ষার্থীরা এইটার উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই“ প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তা এই প্রকল্পকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” এছাড়াও তিনি প্রায় দুই লক্ষাধিক টাকা খরচ করে উক্ত ক্যাফেটেরিয়ার জন্য একটি নেইমপ্লেট করে দেওয়ার কথাও বলেছেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এস.এম শরিফুল হক, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হোসাইন আলী, সহকারী অধ্যাপক তরুণ সেন , প্রভাষক ফজলুর রহমান ,প্রভাষক ফি ফয়সাল,ডাইমন্ড পার্টিকেল মিলস লিমিটেড এর পরিচালক মি: তৌফিক আহমেদ এবং উক্ত বিভাগের সকল শিক্ষার্থী ও কর্মকর্তাগণ।
সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হোসাইন আলী।
যা যা থাকছে ক্যাফেটিতে
ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সফট ড্রিংক যেমন কোকাকোলা, মোজো, স্প্রাইট, স্পিড, ক্লেমন এবং ফাস্ট ফুড হিসেবে সিঙ্গারা, পুরি, ডিম চপ, পেটিশ, পাস্তা, নুডুলস, বার্গারসহ আরও অনেক কিছু পাওয়া যাবে। এছাড়া মৌলিক প্রয়োজনীয় কিছু ঔষধও রাখা হয়েছে।