যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে শনিবার (৩১ আগস্ট) ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।
ওয়ারেন কাউন্টির করোনার ডাগ হাস্কি জানিয়েছেন, শিশুদুটোর মা তাদের মরদেহ শনাক্ত করেছে। নিহত অন্য ব্যক্তিদের পরিচয় শনাক্তে চেষ্টা করছে কর্তৃপক্ষ। তিনি আরও বলেছেন, বাসের অধিকাংশ যাত্রী ছিলেন লাতিন আমেরিকান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছে অন্য একজন হাসপাতালে।
মিসিসিপি মহাসড়ক টহল পুলিশ জানিয়েছে, ইন্টারস্টেট ২০-তে ‘ভলভো ২০১৮’ মডেলের যাত্রীবাহী বাণিজ্যিক বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৩৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড জানিয়েছে, বাসটি স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় দুর্ঘটনার কবলে পড়ে। ধারণা করা হচ্ছে, বাসের টায়ার ফেটে গেছে এবং এরপরেই দুর্ঘটনা ঘটেছে।