অভিনয়ের সুযোগ পেতে যৌন হয়রানির শিকার শুধু নারীদের নয়, পুরুষদেরও হতে হয় বলিউড ইন্ডাস্ট্রিতে। সম্প্রতি এমনই বক্তব্য দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং।
রণবীর সিং বলেন, ‘বলিউডে আসার আগে তিন বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। ওই সংগ্রামী সময়টায়ই যৌন হয়রানির শিকার হই আমি। এক প্রযোজক আমাকে অভিনয়ের সুযোগ দেবেন বলে বাড়িতে ডাকেন। এরপর মজা করার জন্য আমার গায়ে বাড়ির পোষ্য কুকুরকে ছেড়ে দেন। আরেকবার এক প্রযোজক আমাকে প্রাইভেট পার্টিতে ডেকেছিলেন। পার্টির মাঝে হঠাৎ তিনি আমাকে এক নিভৃত স্থানে নিয়ে যান। তারপর তিনি আমায় আপত্তিকর প্রস্তাব দেন।’
এসব কিছুর মধ্যেই মণীশ শর্মার পরিচালনায় ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে রণবীর সিংয়ের।