রংপুরে ৫ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত জামায়াতে ইসলামীর
স্বৈরাচারী হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করেছে। দলটি সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে পথসভা ও জনসভা আয়োজন করে নেতাকর্মীদের উজ্জীবিত করছে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছে।
এ ধারাবাহিকতায় রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনটি ছাড়া বাকী পাঁচটি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রব্বানী প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।
চূড়ান্ত প্রার্থীরা হলেন:
– রংপুর-১ (গংগাচড়া ও সিটি করপোরেশনের আংশিক) আসনে: মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী
– রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে: কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল
– রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে: রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান
– রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে: রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী
– রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে: সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন
রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রব্বানী জানিয়েছেন, রংপুরে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি, তবে খুব শিগগিরই তা ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, এই প্রার্থীদের নাম প্রাথমিক যাচাই-বাছাই ও মূল্যায়নের পর ঘোষণা করা হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হলে কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। জামায়াতে ইসলামী জনগণের জন্য কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত একটি নির্বাচন চায়।