ঢাকা ক্যাপিটালসের পক্ষে স্কোরবোর্ডে উল্লেখযোগ্য রান না থাকায় তাদের বোলারদের আরও আক্রমণাত্মক হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচের শুরুতেই আফগান স্পিনার আমির হামজা এমন এক নো বল করলেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। বাঁহাতি স্পিনার হিসেবে এমন নো বল করাটা অস্বাভাবিক। পপিং ক্রিজ থেকে অনেকটা দূরে ডান পা ফেলায় অনফিল্ড আম্পায়ার তানভীর নো বলের সিদ্ধান্ত দেন। রিপ্লে দেখে দর্শকদের চোখে-মুখে বিস্ময়ের ছাপ, এমন নো বল কীভাবে সম্ভব!
রংপুর রাইডার্সের টানা পঞ্চম জয় এবং ঢাকার চতুর্থ পরাজয়ের চেয়ে বেশি আলোচিত হচ্ছে এই অদ্ভুত নো বল।
সিলেটে প্রথম দিন রান উৎসবের পর দ্বিতীয় দিনও দর্শকদের সেই একই প্রত্যাশা ছিল। কিন্তু ঢাকার ব্যাটিং বিপর্যয়ে ম্যাচটি হয়ে যায় একপেশে। রংপুরের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ঢাকা ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়। জয়ের জন্য ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর ১৩.২ ওভারে ৭ উইকেট হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে।
রংপুর এই ম্যাচে দেখিয়েছে তাদের দাপট। ঢাকাকে আগেও হারানো দলটি সিলেটেও তাদের শক্তিমত্তা তুলে ধরে।
ঢাকার শুরুটা যদিও মন্দ ছিল না। জেসন রয় ও তানজিদ হাসানের সাবধানী ব্যাটিংয়ে ৫৪/২ পর্যন্ত গিয়েছিল তারা। তবে এরপর মাত্র ৫৭ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারায়। এটি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বনিম্ন রানের রেকর্ড। আগের দিন একই মাঠে চার-ছক্কার উৎসব হলেও একদিনের ব্যবধানে ব্যাটিং পরিস্থিতি বদলে যায়।
ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন একাদশে ছয়টি পরিবর্তন এনেছিলেন। তবে লিটন দাস, তানজিদ হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন—কেউই ভালো করতে পারেননি। আগের ম্যাচে সেঞ্চুরি করা থিসারা পেরেরা ও হাবিবুর রহমান সোহানও ছিলেন নিষ্প্রভ। দলের সর্বোচ্চ রান আসে তানজিদের ব্যাট থেকে—২০ রান। জেসন রয় করেন ১৮, হাবিবুর রহমান ১৪, আলাউদ্দিন বাবু ১৬, আর মোসাদ্দেক করেন ১২ রান।
রংপুরের বোলিং ছিল অসাধারণ। নাহিদ রানা ৩ উইকেট নেন ২১ রানে, আকিফ জাভেদ ও খুশদিল শাহ পান ২টি করে উইকেট। বোলিং ইনিংসে অতিরিক্ত রান (১৭) বাদ দিলে ঢাকার স্কোর ১০০ রানের নিচে থামতে পারত।
রান তাড়ায় রংপুর ছিল আক্রমণাত্মক। অ্যালেক্স হেলস ২৭ বলে ৪৪ রান করেন, খুশদিল শাহ ১৩ বলে ২৭ রান করে সহজ জয় নিশ্চিত করেন। আলাউদ্দিন বাবু, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক একটি করে উইকেট নেন। তবে বোলিংয়ে আলাউদ্দিন বাবুর টানা তিনটি ওয়াইড দিয়েও আলোচনা হয়েছে।
রংপুর তাদের আক্রমণাত্মক ব্র্যান্ডের ক্রিকেট বজায় রেখে দাপুটে জয় তুলে নিয়েছে।