বলিউড অভিনেত্রী উর্বশী রাউতোলা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এই খবরটি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
গতকাল বুধবার (২১ আগস্ট) উর্বশী তার ইনস্টাগ্রাম স্টোরিতে গুরুতর আহত অবস্থার একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তার আঙুল থেকে রক্ত ঝরছে, এবং মুখে অক্সিজেন মাস্ক পরে হাসপাতালে বসে আছেন। স্টোরির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমার জন্য দোয়া করবেন।”
এই ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি, তবে উর্বশীর এই পোস্ট দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, উর্বশী রাউতোলা বলিউডে তার অভিনয় জীবন শুরু করেন ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’, এবং ‘হেট স্টোরি ৪’ এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
এমএ//