বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে নিয়ে আলোচনা যেন কখনো থামে না। একের পর এক নতুন বিষয় নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল লেগেই থাকে। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মালাইকা। তবে সেই সম্পর্কও দীর্ঘদিন টেকেনি, ছয় বছরের সম্পর্কে ইতি টানেন এই অভিনেত্রী।
সম্প্রতি, নতুন এক যুবকের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন উঠেছে। মালাইকা মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে নিজের ভিডিও শেয়ার করেন। এক ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালো লাগে। প্যারিসে আমার ৪৮ ঘণ্টা।’
গত জুলাই মাসে মালাইকা স্পেনে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেই সময়ের একটি ভিডিও শেয়ার করলে, তাতে তার সঙ্গে এক রহস্যময় যুবককেও দেখা যায়। এরপর থেকেই শুরু হয় গুঞ্জন, মালাইকা নতুন প্রেমে মজেছেন। যদিও ছবিতে যুবকের মুখ পরিষ্কারভাবে দেখা যায়নি, তবু তাকে ঘিরে আলোচনা চলছে।
সম্প্রতি মালাইকা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘হৃদয়, মন, এবং শরীরের সঙ্গে আপনার সবার দীর্ঘতম সম্পর্ক। তাই তাদের প্রতি সদয় হোন।’
অর্জুন-মালাইকা জুটি বলিউডে বেশ আলোচিত ছিল। তাদের সম্পর্কটি ওপেন সিক্রেট ছিল এবং তারা দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। কিন্তু গত মে মাসের শেষে হঠাৎ করে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।
যদিও মালাইকার ম্যানেজার এই খবর অস্বীকার করেন, মালাইকা এবং অর্জুন কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এরই মধ্যে নতুন প্রেমের গুঞ্জন আবারও শুরু হয়েছে। ৫০ বছর বয়সে এসে মালাইকা নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আর সেই রহস্যময় যুবকই হতে পারেন তার নতুন প্রেমিক।
এমএ//