রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বুধবার (৮ জানুয়ারি) সারাদিন সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম।
এদিন সকালে যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে ঢাকায় দিনের বেলায়ও শীতের তীব্রতা বেশি থাকবে। যদিও দুপুরের পর সূর্যের আভাস দেখা যেতে পারে, তবে তা শীত কমাতে পারবে না। রাতেও শীতের অনুভূতি কিছুটা বেশি থাকবে বলে তিনি উল্লেখ করেছেন।
তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দিনের শীত কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে জানুয়ারিজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকবে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, নদী অববাহিকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা ৪০০ মিটারে নেমে আসতে পারে। কোথাও কোথাও এই সীমা আরও কম হতে পারে। এ অবস্থায় নদীপথে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।